রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, “আমরা ইরানি জনগণকে সাহায্য করার চেষ্টা করছি।” ইরানের ওপর সাম্প্রতিক হামলাকে তিনি ‘অপ্ররোচিত ও অন্যায্য’ হিসেবে উল্লেখ করেছেন।
সোমবার (২৩ জুন) মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন পুতিন। বৈঠকের শুরুতে টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে তিনি বলেন, “ইরানের বিরুদ্ধে এই একতরফা আগ্রাসন পুরোপুরি অযৌক্তিক।”
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও এ হামলার নিন্দা জানিয়ে বলেন, “এ অঞ্চলে উত্তেজনার একটি নতুন ঢেউ দেখা দিয়েছে, এবং আমরা এ হামলায় গভীর দুঃখ প্রকাশ করছি।” পুতিন-আরাগচি বৈঠকের ঠিক আগেই সাংবাদিকদের তিনি এ কথা জানান।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত