
সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনের আল্পস পর্বতমালা-সংলগ্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্রঁ-মঁতানার একটি স্কি রিসোর্টের বারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত ১০০ জন, যাদের বেশিরভাগের অবস্থাই গুরুতর।
স্থানীয় সময় বুধবার দিবাগত রাত দেড়টার দিকে (জিএমটি সাড়ে ১২টা) ক্রঁ-মঁতানার স্কি রিসোর্ট ‘লা কনস্টেলেশন’-এর বারে বিস্ফোরণ ঘটে। ওই সময় নববর্ষ উদ্যাপন উপলক্ষে বারে বিপুল সংখ্যক মানুষের ভিড় ছিল। বিস্ফোরণের পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ, ফায়ার ব্রিগেড ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। পুলিশের একজন মুখপাত্র জানান, বিস্ফোরণের সময় বারের ভেতরে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ না করা হলেও পরে এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটর বিয়াট্রিস পিলাউড বলেন, ঘটনাটিকে এখন একটি অগ্নিকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এটি আর সম্ভাব্য হামলা বলে মনে করা হচ্ছে না। তিনি জানান, প্রায় ১০০ জন আহত হয়েছেন এবং দুর্ভাগ্যজনকভাবে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আহতদের সিয়ন, লসান, জেনেভা ও জুরিখের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ভ্যালাইস ক্যান্টনের নিরাপত্তাবিষয়ক প্রধান স্টিফেন গ্যানজার জানান, নিহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন। ক্যান্টনের পুলিশপ্রধান ফ্রেডরিক গিসলার বলেন, হতাহতদের পরিবারের জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে।
যদিও সুইজারল্যান্ড পুলিশ এখনো নিহতদের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি, তবে পুলিশের বরাত দিয়ে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে। তবে গিসলার নির্দিষ্ট সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে ওই এলাকার ওপর দিয়ে উড়োজাহাজ চলাচলও (নো-ফ্লাই জোন) সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply