1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন

চার দিনের তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

টানা প্রায় চার দিনের তাপপ্রবাহ শেষে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। গতকাল রোববার থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা মেলে। আজ সোমবার সকাল থেকে রাজধানী ঢাকার আকাশ মেঘলা ছিল এবং বেলা পৌনে একটার দিকে ঢাকায় বৃষ্টি নামে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ বৃষ্টির ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার তাপপ্রবাহের মাত্রা কমবে। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির এই প্রবণতা থাকতে পারে বলেও পূর্বাভাস দেয়া হয়েছে।

আজ সকাল থেকে সিলেটের বিভিন্ন অঞ্চল, সুনামগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। পাশাপাশি রংপুরের বিভিন্ন এলাকা, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াতেও বৃষ্টির খবর পাওয়া গেছে। রাজধানী ঢাকার আশপাশের এলাকাগুলোতেও বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট