1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

স্বস্তির বৃষ্টিতে ঢাকাবাসী

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মৌসুমী বায়ু দেশের ওপর কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি সক্রিয় রয়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টার পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে, যা টানা ২ থেকে ৫ ঘণ্টা স্থায়ী হতে পারে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকা শহরের ওপর বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। সকাল থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এছাড়া, রাজশাহী ও রংপুর বিভাগের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও সকাল ৭টা ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!