মৌসুমী বায়ু দেশের ওপর কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি সক্রিয় রয়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টার পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে, যা টানা ২ থেকে ৫ ঘণ্টা স্থায়ী হতে পারে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকা শহরের ওপর বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। সকাল থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এছাড়া, রাজশাহী ও রংপুর বিভাগের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও সকাল ৭টা ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।