1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকের ওপর চড়াও শিক্ষিকা, তদন্তের নির্দেশ

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫

ঝালকাঠির রাজাপুর উপজেলার পূর্ব ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে সহকারী শিক্ষিকা মোসা. হেনা বেগম সংবাদকর্মীদের ওপর চড়াও হন।

বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিকরা বিদ্যালয়ে প্রবেশ করতেই হেনা বেগম ক্ষিপ্ত হয়ে ক্যামেরা ধরার চেষ্টা করেন এবং অশালীন ভাষা ব্যবহার করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুনুর রশীদ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষিকাকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। তিনি বলেন, “সাংবাদিকদের সঙ্গে এমন দুর্ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এদিকে, রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আকতার হোসেন জানান, শিক্ষিকার এমন আচরণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী এবং অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরে চলমান এসব অনিয়মের দ্রুত সমাধান করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট