1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

রাজশাহীতে একই পরিবারের চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে মতিহার থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কালাম পারভেজ ঘটনাটি নিশ্চিত করেন।

নিহতরা হলেন—মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) এবং মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম স্থানীয় খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় বাসিন্দা আবদুল মালেক জানান, কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন মিনারুল ইসলাম এবং তিনি দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিলেন। পরিবারের সবাই একটি মাটির ঘরে বসবাস করতেন। ঘটনার সময় উত্তরের ঘরে মা ও মেয়ের এবং দক্ষিণের ঘরে বাবা ও ছেলের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি চিরকুটে লেখা ছিল—
“আমি নিজ হাতে সবাইকে মারলাম। কারণ আমি যদি মরে যাই, তাহলে আমার ছেলে-মেয়ে কার আশায় বাঁচবে? কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের বোঝা নিয়ে আর খাওয়ার অভাবে। বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। কারো কাছে কিছু চাইতে হবে না। আমার জন্য কাউকে ছোট হতে হবে না। আমার বাবা অনেক লোকের কাছে ছোট হয়েছেন, আর হতে হবে না। আমরা চিরদিনের জন্য চলে গেলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।”

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আবু সুফিয়ান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চিরকুটটি নিহত মিনারুলের লেখা। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!