রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি বাইপাস এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে দুটি বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাত ১২টার দিকে।
নিহতরা হলেন:
তাঁরা সবাই রানীহাটি ইউনিয়ন জামায়াতের কর্মী ছিলেন।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে হাসপাতালের ৫, ৮ ও ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। আহতদের মধ্যে সংঘর্ষে জড়িত ট্রাকটির চালকও রয়েছেন।
রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।