1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১:০১ অপরাহ্ন

বদরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

রংপুরের বদরগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সশস্ত্র সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (আজ) দুপুর ১২টার দিকে বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম লাভলু মিয়া (৫০)। তিনি সংঘর্ষে গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। বিকেল পৌনে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের ছেলে রায়হান আলী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংঘর্ষে আহতদের মধ্যে চারজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। গুরুতর আহত নয়জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত ব্যক্তিরা বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করেই বিএনপির স্থানীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল, যা আজ সশস্ত্র সংঘর্ষে রূপ নেয়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট