রংপুরে একটি এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে সেলিম রেজা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে ১৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে রংপুর শহরের সিও বাজার এলাকায় ‘এলপিজি অটোগ্যাস অ্যান্ড কনভার্সন সেন্টারে’ ট্যাংক মেরামতের সময় ওয়েল্ডিং করার মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ফিলিং স্টেশনের একাধিক অবকাঠামো, ১৩টি গাড়ি, একটি যাত্রীবাহী বাস ও পার্শ্ববর্তী বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম জানান, “আমরা ১২টা ১০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং আগুন নিভে গেছে।”
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ছালেক শাহ (৬৫), তারাজুল (৪৫), সোহেল (৩৭), বিপুল (৫২), ওরোজীকে (৫০)সহ বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
বিস্ফোরণের পর রংপুর-ঢাকা মহাসড়কে যানজট সৃষ্টি হয়, যা পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, গত সপ্তাহে গ্যাস লিকেজের ঘটনায় ফায়ার সার্ভিস ওই স্টেশন পরিদর্শন করেছিল। এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।