গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতা বন্ধ না হলে এবং যুদ্ধবিরতি চুক্তি না হলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার।
মঙ্গলবার (২৯ জুলাই) নিজের মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
তিনি জানান, ইসরায়েল যদি যুক্তরাজ্যের দেওয়া শর্তগুলো না মানে, তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদের সেপ্টেম্বর অধিবেশনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হতে পারে। সেপ্টেম্বরে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে, গত সপ্তাহে ফ্রান্সও সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার্মার বলেন, ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি একটি নিরাপদ ইসরায়েল গড়ে তোলাই যুক্তরাজ্যের লক্ষ্য। তিনি আরও বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে ইসরায়েলের সঙ্গে এককভাবে তুলনা করা যায় না এবং গাজায় যুদ্ধ শেষ হলে হামাস কোনো প্রশাসনিক দায়িত্বেও থাকতে পারবে না।
সূত্র: বিবিসি