1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে রাজনৈতিক দলের তোষামোদ থেকে বিরত থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

স্বাস্থ্য উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে রাজনৈতিক দলের তোষামোদ করা থেকে বিরত থাকতে বলেছেন। তিনি বলেছেন, “আপনারা রাজনৈতিক দলের বিশেষ সুবিধা নেওয়া এবং নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। আপনারা জনগণের যে আশা-আকাঙ্ক্ষা রয়েছে, তা পূরণ করতে চেষ্টা করবেন।”

রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, “মনে রাখবেন, পেশিশক্তি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আপনাদের সব কাজ জনস্বার্থ ও আইন দ্বারা পরিচালিত হবে। রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন। আমি বারবার আপনাদের বলছি, এখন যদি তেল দেওয়া শুরু করেন, তবে নির্বাচনের পর সেটি শেষ হয়ে যাবে। তাই এখন যার কাছে যে তেল আছে, সেটা রিজার্ভ করে রাখবেন। পরে কাজ লাগবে।”

তিনি আরও উল্লেখ করেন, “প্রশাসনের প্রতিটি সদস্যকে ধৈর্য্যসহকারে মাথা ঠাণ্ডা রেখে আইনি প্রক্রিয়ায় সকল বিষয় মোকাবিলা করতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। কাজের মধ্যে যত স্বচ্ছতা থাকবে, তত বেশি জনগণের আস্থা অর্জন করা সম্ভব।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আশা করছি নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। অতীতের ২৪ ও ১৮ সালের নির্বাচনের মতো বাজে নির্বাচনগুলোর কথা মাথা থেকে ফেলে দিতে হবে। সমাজ থেকে দুর্নীতি ও মাদক কমাতে হবে। আমাদের সময় খুব বেশি নেই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!