1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

‘জাতীয় সংস্কারক’ প্রসঙ্গে ড. ইউনূস ও সরকারের সরে দাঁড়ানো

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করার বিষয়ে হাইকোর্টের রুল জারি হওয়ায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে সরকার ও ড. ইউনূস – উভয় পক্ষই সতর্ক অবস্থান নিয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, “অধ্যাপক ইউনূস চান না তাকে এমন কোনো উপাধিতে ভূষিত করা হোক।” একইসঙ্গে উল্লেখ করা হয়েছে, সরকারের পক্ষ থেকেও তাকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার কোনো পরিকল্পনা নেই।

বিবৃতিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এক রিট আবেদনের প্রেক্ষিতে রুল জারি করেছেন, যেখানে প্রশ্ন তোলা হয়েছে—“ড. ইউনূসকে কেন জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না?” রুলের অনুলিপি হাতে পাওয়ার পর সরকার আইন অনুযায়ী জবাব দেবে।

প্রেস উইং আরও জানিয়েছে, “রিট আবেদনটি ব্যক্তিগত উদ্যোগে করা হয়েছে বলেই মনে হচ্ছে। এটি কোন যুক্তির ভিত্তিতে দাখিল করা হয়েছে, সেটিও পরিষ্কার নয়। বিষয়টি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় নজরে রেখেছে এবং যথাসময়ে আইনি প্রতিক্রিয়া জানানো হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট