প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মাইন উদ্দিন ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২৩ এপ্রিল গাইবান্ধা থেকে মেহেরাজকে গ্রেফতার করা হয়। এ মামলায় এ পর্যন্ত চারজনকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, ১৯ এপ্রিল বিকেলে বনানীতে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হন টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পারভেজ। পরদিন তার ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে মামলা করেন, যাতে আটজনকে এজাহারনামীয় ও আরও ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত