1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

জুলাইয়ের ১৬ দিনেই ১.৪২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

চলতি জুলাই মাসের প্রথম ১৬ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১৪২ কোটি ১০ লাখ (১.৪২ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ১৯৪ কোটি ১০ লাখ টাকা (প্রতি ডলার ১২১ টাকা ধরে)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময় অর্থাৎ ২০২৪ সালের জুলাই মাসের প্রথম ১৬ দিনে দেশে এসেছিল ১৩১ কোটি ৯০ লাখ ডলার। সে হিসেবে চলতি বছর একই সময়ের তুলনায় ১০ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় এক হাজার ২৩৪ কোটি টাকা বেশি রেমিট্যান্স এসেছে।

এর আগে সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসীরা দেশে পাঠান প্রায় ২৮১ কোটি ৮০ লাখ (২.৮২ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স, যা টাকায় প্রায় ৩৪ হাজার ৪০৪ কোটি টাকা। ওই মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৪০ লাখ ডলার বা এক হাজার ১৪৭ কোটি টাকা।

পুরো ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই-জুন) মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট