অক্টোবরের প্রথম ১১ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯৮ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ প্রায় ১২ হাজার ৫৩ কোটি টাকা। অর্থাৎ, গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ৯ কোটি ডলার রেমিট্যান্স।
রোববার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অক্টোবরের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৮ কোটি ৭৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ে প্রাপ্ত ৯৫ কোটি ৪০ লাখ ডলারের তুলনায় কিছুটা বেশি।
ব্যাংকভিত্তিক বিশ্লেষণে দেখা যায়—
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ১১ লাখ ডলার,
বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১০ কোটি ২৯ লাখ ডলার,
বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৮ কোটি ৪ লাখ ডলার এবং
বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ডলার রেমিট্যান্স।
এর আগে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল নিম্নরূপ—
জুলাইয়ে: ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার,
আগস্টে: ২৪২ কোটি ১৯ লাখ ডলার,
সেপ্টেম্বরে: ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার।
বিশ্লেষকদের মতে, সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরের শুরুতেও রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতা বজায় রয়েছে, যা আসন্ন উৎসব মৌসুমে আরও বৃদ্ধি পেতে পারে বলে আশা করা হচ্ছে।