যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশসহ নিজ নিজ দেশে রেমিট্যান্স পাঠাতে হলে ৫ শতাংশ কর দিতে হবে—এমন একটি বিল কংগ্রেসে পেশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ‘বড় সুন্দর’ নামে এই বিলটি গত শুক্রবার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ-এর বাজেট বিষয়ক পার্লামেন্টারি কমিটিতে জমা দেওয়া হয়। রোববার বিলটির ওপর কমিটিতে ভোট অনুষ্ঠিত হয় এবং এটি ১৬-১৭ ভোটের ব্যবধানে পাস হয়।
বাজেট কমিটিতে পাস হওয়ার পর বিলটি এখন প্রতিনিধি পরিষদের ভোটের দিকে অগ্রসর হচ্ছে। যদি প্রতিনিধি পরিষদ এবং উচ্চকক্ষ সিনেট উভয়ে বিলটি অনুমোদন করে, তাহলে এটি আইন হিসেবে কার্যকর হবে। ফলে যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীদের নিজ দেশে অর্থ পাঠানো আরও ব্যয়বহুল হয়ে উঠবে।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, প্রস্তাবিত এই আইনে যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন সব অভিবাসীদের রেমিট্যান্সের ওপর কর আরোপের কথা বলা হয়েছে। করের আওতায় আসবেন গ্রিনকার্ডধারী এবং এইচ-১বি ভিসাধারীরাও।
১ হাজার ১১৬ পৃষ্ঠার এই বিলে করের জন্য কোনো ছাড় বা সীমার উল্লেখ করা হয়নি। অর্থাৎ যতটুকুই রেমিট্যান্স পাঠানো হোক না কেন, ৫ শতাংশ হারে কর দিতে হবে। তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য এই আইন প্রযোজ্য হবে না।