ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল চলছে। এর অংশ হিসেবে একযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানার ওসি পদে পরিবর্তন আনা হয়েছে। লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে কোন কর্মকর্তা কোন থানায় দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ডিএমপির ডিসি পদ মর্যাদার আরও ১৩টি পদেও পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের নির্দেশনা জারি করা হয়। একই দিন পৃথক আদেশে ডিসি পদমর্যাদার ১৩ জন কর্মকর্তার নতুন দায়িত্ব চূড়ান্ত করা হয়।
এর আগে সারা দেশের বিভিন্ন জেলার আওতাধীন ৫২৭ থানার ওসি পদে লটারির মাধ্যমে কর্মকর্তাদের চূড়ান্ত করা হয়। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত লটারিতে নির্বাচিত ওসিদের মধ্যে নতুন মুখ রয়েছেন ৭৪ জন। বর্তমানে সারাদেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি।
এরও আগে, ২৬ নভেম্বর জারি করা আরেক প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে পদায়ন করা হয়।