1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

ঈদের ছুটির মাঝামাঝিতে ঢাকায় ফিরছে মানুষ, ভোগান্তি নেই

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

ঈদের চতুর্থ দিন মঙ্গলবার (১০ জুন) সকাল থেকে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ও রেলস্টেশনে কর্মজীবী মানুষের ফেরার চিত্র দেখা গেছে। তবে কোথাও তেমন ভিড় বা বিশৃঙ্খলা নেই। দূরপাল্লার বাস ও ট্রেনগুলো নির্ধারিত সময়েই ঢাকায় পৌঁছাচ্ছে।

যাত্রীরা জানিয়েছেন, ফেরার পথে যানজট ও ভোগান্তির তেমন কোনো অভিজ্ঞতা হয়নি। ঢাকায় প্রবেশের প্রধান সড়কগুলোতেও (গাজীপুর, আমিনবাজার, নারায়ণগঞ্জ) যান চলাচল ছিল স্বাভাবিক। ঈদের পরদিন থেকেই ফিরতি যাত্রা শুরু হলেও এবার ছুটি দীর্ঘ হওয়ায় চাপ তুলনামূলক কম।

নেত্রকোনার ফাহমিদা বেগম ও জামালপুরের নুবায়েত হোসেন জানিয়েছেন, যাত্রা ছিল স্বস্তিদায়ক এবং বাস নির্ধারিত সময়ের আগেই ঢাকায় পৌঁছেছে। আন্তঃজেলা বাস চালকরা জানিয়েছেন, ফিরতি পথে যাত্রীরা ধাপে ধাপে ফিরছেন বলে সড়কে চাপ নেই।

তবে অনেকেই ফিরতি ভাড়াবৃদ্ধির অভিযোগ করেছেন। আগেভাগে টিকিট কেটে রাখায় ঝামেলা না হলেও ভাড়া বেশি দিতে হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনে যাত্রী চাপ থাকলেও তা নিয়ন্ত্রণে রয়েছে। ১৩-১৫ জুনের মধ্যে চাপ বাড়তে পারে। সরকারি ছুটি ১৪ জুন পর্যন্ত থাকায় এখনো ঢাকামুখী যাত্রা শৃঙ্খলাপূর্ণভাবে চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট