1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

ত্রিপলী থেকে ১২৩ বাংলাদেশির প্রত্যাবাসন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

লিবিয়ার ত্রিপলী থেকে বিপদগ্রস্ত ১২৩ জন বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বুধবার (১৮ জুন) স্থানীয় সময় বিকেল ৬টা ২৫ মিনিটে তারা ত্রিপলীর মিতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় এবং দূতাবাসের প্রচেষ্টায় এই প্রত্যাবাসন সম্ভব হয়েছে। ফ্লাইটটি পরিচালনা করছে বুরাক এয়ার।

প্রত্যাবাসিতদের বেশিরভাগই ত্রিপলী ও আশপাশে অনিয়মিতভাবে বসবাস করছিলেন। তাদের মধ্যে ২৩ জন অসুস্থ। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া ও বৈধ কাগজপত্র না থাকায় তাদের ফিরিয়ে আনা জটিল ছিল। এজন্য নতুন পাসপোর্ট বা আউটপাস ইস্যু করে লিবিয়া সরকারের কাছ থেকে বহির্গমন ভিসা সংগ্রহ করা হয়।

ফেরত আসা বাংলাদেশিদের দেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট