চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৪ - মার্চ ২০২৫) লক্ষ্যমাত্রা কমিয়েও রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ সময়ে এনবিআর আদায় করতে পেরেছে ২ লাখ ৫৬ হাজার ৪৮৬ কোটি ৮৪ লাখ টাকা। অথচ সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ২২ হাজার ১৫২ কোটি ৬৪ লাখ টাকা। সে অনুযায়ী রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৫ হাজার ৬৬৫ কোটি ৮০ লাখ টাকা।
জানুয়ারি মাসে শতাধিক পণ্যের ভ্যাট ও শুল্ক বাড়ানো হলেও রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। ফেব্রুয়ারি শেষে রাজস্ব ঘাটতি ছিল ৫৮ হাজার কোটি টাকা, যা মার্চে আরও বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার কোটির বেশি।
চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রাজস্ব আহরণের হার ৭৯ দশমিক ৬২ শতাংশ, অর্থাৎ ঘাটতির হার ২০ দশমিক ৩৮ শতাংশ।
এ অবস্থায় চাপে পড়েছে সরকার। কারণ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ ছাড়ের শর্ত হিসেবে জুনের মধ্যে ৪ লাখ ৫৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের শর্ত দিয়েছে। তবে চলমান পরিস্থিতিতে সেই লক্ষ্য অর্জন নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত