1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

রাজশাহীতে নদীর পানি বিপদসীমার কাছাকাছি

মানিক, রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাজশাহীতে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে জেগে ওঠা চরগুলো ডুবে গিয়ে প্লাবিত হয়েছে চরাঞ্চল।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ৩৯ মিটার, যেখানে বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। গেল ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ০ দশমিক ১৭ মিটার। এর আগে রোববার সকালে পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ১৩ মিটার, সন্ধ্যায় ১৭ দশমিক ২২ মিটার এবং সোমবার সকালে ১৭ দশমিক ৩২ মিটার।

পানি বৃদ্ধির কারণে নিরাপত্তার স্বার্থে টি-বাঁধ পরিদর্শন বন্ধ রাখা হয়েছে এবং ব্যবসায়ীদের সরে যেতে বলেছে পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে পদ্মার পানি বিপৎসীমার মাত্র ০ দশমিক ৬৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবো সূত্রে জানা গেছে, ২৪ জুলাই রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩৫ মিটার। এরপর পানি কমলেও ৩১ জুলাই থেকে আবার বাড়তে শুরু করে এবং তা এখনো অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির ফলে চরাঞ্চল প্লাবিত হয়ে চরবাসীরা গবাদিপশু লোকালয়ে নিয়ে আসছেন।

চরবাসীরা জানান, পানির তোড়ে জেগে ওঠা চরগুলো ডুবে গেছে। ফলে অধিকাংশ মানুষ চর ছেড়ে লোকালয়ে চলে এসেছেন। গবাদিপশু নিরাপদ স্থানে আনার ফলে গোখাদ্যের সংকট দেখা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!