
ওমানের রাজধানী মাস্কাটে সড়ক দুর্ঘটনায় চারজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার সকালে মাস্কাটের ঘোবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন কুমিল্লা এবং দুজন কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানা গেছে। কক্সবাজারের উখিয়া উপজেলার প্রদীপ কুমার এবং রামু উপজেলার লোকমান হাকিমের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে।
প্রতিবেশীরা জানান, কাজ শেষে একটি গাড়িতে করে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী গাড়িটির সঙ্গে আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চারজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতদের মরদেহ বর্তমানে কুলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply