নেত্রকোনা পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নে সোমবার ২৩ শে জুন ২০২৫ ইং আলমপুর বাজার থেকে লালচাপুর পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুর এক ঘটিকার সময় আলমপুর বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এ প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করেন ১৬১ নেত্রকোনা -৫ (পূর্বধলা) আসনের আগামী ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির তিন বারের সাবেক সফল সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি আলহাজ্ব আবু তাহের তালুকদার।
বৈরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান দুলাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহমেদ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ নওয়াব, বিএনপি নেতা জহিরুল ইসলাম,যুবদলের সভাপতি শাহেদ আলী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু তালেব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম সম্রাট, হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিপন তালুকদার সহ বি এন পির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
"দৈনিক দিন কালের "পূর্বধলা উপজেলা প্রতিনিধি মোঃ আল ইমরানকে দেওয়া সাক্ষাৎ কারে তিনি বলেন,বি এ পি জন গণের দল,তাই বি এন পি জন গণের কল্যাণে কাজ করে। বি এন পির ভার প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। আমি পূর্বধলা বাসীর পাশে ছিলাম, আছি আর আমৃত্যু পর্যন্ত থাকতে চাই।
পাকা রাস্তা নির্মাণ কাজ সম্পর্কে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজি, ইডি) নেত্রকোনার উদ্যোগে প্রায় তিন কোটি বারো লাখ টাকা ব্যায়ে আড়াই কিলোমিটার দীর্ঘ এ সড়কটির নির্মাণ কাজ শুরু হয়েছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত