মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত, সহিংসতা এবং ভয়াবহ খাদ্য ও ওষুধ সংকটের কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) তথ্য অনুযায়ী, গত এক বছরে রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন অন্তত ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা।
রোহিঙ্গা শরণার্থীরা জানান, সম্প্রতি রাখাইনে আরাকান আর্মি ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)–এর মধ্যে সংঘর্ষ বেড়ে যাওয়ায় তারা পালাতে বাধ্য হয়েছেন। এ ছাড়া সেখানে খাদ্য ও চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
আরআরআরসির অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, “গত এক বছরে সীমান্ত পেরিয়ে এসে উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরে আশ্রয় নেওয়া ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন ১ মে পর্যন্ত সম্পন্ন হয়েছে।” তিনি আরও জানান, এর মধ্যে সবচেয়ে বেশি অনুপ্রবেশ হয়েছে ২০২৪ সালের জুন-জুলাই মাসে।
নতুন করে আসা রোহিঙ্গাদের খাদ্যসহায়তা দেওয়া হলেও তাঁদের জন্য আবাসনের (ঘর বরাদ্দ) বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মিজানুর রহমান।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত