চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ভোলার মনপুরা থেকে বিক্রির জন্য আনা প্রায় ৩ শতাধিক কেজি পচা ইলিশ মাছ জব্দ করে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় মাছের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর যৌথ অভিযানে এ কার্যক্রম পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন,
“অভিযান পরিচালনার সময় একটি ট্রলারে নষ্ট ও পচা ইলিশ মাছ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভোলার মনপুরার ব্যবসায়ী হেলাল মাঝিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।”
অভিযুক্ত ব্যবসায়ীর পক্ষে স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. মোস্তফা মাল জরিমানার অর্থ পরিশোধ করেন। তিনি প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর করবেন না।
অভিযানে আনুমানিক ৩৩০–৩৫০ কেজি নষ্ট ইলিশ মাছ কেরোসিন ঢেলে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক, জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি ফারহানা আকতার রুমা, এবং যৌথ বাহিনীর একটি দল, যারা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার কর্মকর্তারা।