বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন বিষয়ে উপদেষ্টা পরিষদে অনুমোদিত খসড়ায় পরিবর্তন আনতে সরকার ও নির্বাচন কমিশনকে চিঠি দেবে বিএনপি।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় নির্বাচনী ব্যবস্থা সংস্কারসংক্রান্ত অনেক বিষয়ে ঐকমত্য হয়েছিল। কিন্তু আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নির্বাচন কমিশনের উত্থাপিত নির্বাচনী আচরণবিধি ও আরপিওর খসড়ায় এমন কিছু পরিবর্তন আনা হয়েছে, যাতে বিএনপির কোনো সম্মতি ছিল না।
তিনি বলেন, জোটবদ্ধ নির্বাচনে নিজ নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা বাধ্যতামূলক করা হলে ছোট রাজনৈতিক দলগুলো জোটে আসতে আগ্রহ হারাবে। “এতে ছোট দলগুলোরও সম্মতি নেই, আমাদেরও নেই। কেন নির্বাচন কমিশন একতরফাভাবে এই প্রস্তাব তুলল, তা আমরা জানি না,” যোগ করেন বিএনপির এই নেতা।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আরপিওর খসড়ার বিষয়ে মতামত চাওয়া হয়েছিল, আমরা আমাদের মতামত জানিয়েছিলাম। অধ্যাদেশে প্রস্তাবিত বেশিরভাগ সংশোধনের সঙ্গে আমরা একমত, কিন্তু জোটের বাইরে নিজস্ব প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতার বিষয়ে আমরা কখনোই সম্মত হইনি। সুষ্ঠু রাজনীতি ও নির্বাচনের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।”
তিনি জানান, বিএনপি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন ও আইন উপদেষ্টার কাছে চিঠি পাঠাবে।