
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ফাহিম ও সোহরাওয়ার্দী হলের এজিএস ইমরুল ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যা ছয়টায় দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা সদরের একাত্তর মঞ্চে জনাকীর্ণ পরিবেশে দেশের দ্বিতীয় বৃহত্তম এবং উত্তরাঞ্চলের সর্ব বৃহত্তর শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে সিনেট সদস্য হিসেবে নির্বাচিত নবাবগঞ্জ উপজেলার চার নম্বর শালখুরিয়া ইউনিয়নের হাতিশাল আমলাগাড়ী গ্রামের কৃতি সন্তান ফাহিম রেজা এবং একই গ্রামের একোই পরিবারের সদস্য রাবি হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল সংসদের এজিএএস মোঃ ইমরুল কায়েস রাজশাহী থেকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে আসলে পথিমধ্যে নবাবগঞ্জ উপজেলা সদরের বাসস্ট্যান্ডের সামান্য দক্ষিণে অবস্থিত একাত্তর মঞ্চে বাংলাদেশ জামায়াতে ইসলামী চার নম্বর শালখুরিয়া ইউনিয়নের উদ্যোগ আয়োজিত এক জনাকীর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁদেরকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য ও উলামা বিভাগের সভাপতি, সহকারী অধ্যাপক ডঃ মাওলানা মোঃ আকমাল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মোসলেম উদ্দিন, চার নম্বর শালখুরিয়া ইউনিয়নের আমির মোঃ রেজাউল করিম,দু ‘নম্বর বিনোদনগর ইউনিয়ন আমির সহকারী অধ্যাপক মোঃ আজিজুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোঃ আরিফুর রহমান, তিন নম্বর গোলাপগঞ্জ ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক মোঃ কাবিল, উপজেলা দক্ষিণ শিবিরের সভাপতি মোঃ নাজিম উদ্দিন, উত্তর সভাপতি মোঃ আলহাজ্ব হোসেন প্রমুখ । এ ছাড়াও জামায়াতের সংশ্লিষ্ট ইউনিয়ন সেক্রেটারি সহ উপজলাস্থ বিভিন্ন পর্যায়ের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এ সময় শুভেচ্ছা বক্তব্যে রাবির সিনেট সদস্য ফাহিম রেজা উপস্থিত সকল স্তরের জনতাকে লক্ষ্য করে তাঁর স্বভাবসুলভ বিনয়ী ভঙ্গিতে কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী নির্বাচনে দল মত পথের উর্ধ্বে উঠে সুবিচার পূর্ণ ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে আহ্বান জানান। ছাত্রনেতা ইমরুল কায়েস ও একই বক্তব্য সমর্থন করে বলেন, বাংলাদেশের মানুষ এখন আগের চেয়ে বহুগুণ বেশি সচেতন। তাঁরা এবার আর ভুল করবে না ইনশাআল্লাহ।পাঁচ আগস্ট দু’হাজার চব্বিশ পরবর্তিতে যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে গিয়ে পাথর দিয়ে থেঁতলিয়ে মানুষ হত্যা করে তাদেরকে অবশ্যই এবারের নির্বাচনে সাধারণ জনগণ প্রত্যাখ্যান করবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply