
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য জোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন তৈরি হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই এই আলোচনা নতুন করে সামনে আসে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আব্দুল কাদের দাবি করেন, এনসিপি সরাসরি জামায়াতের সঙ্গে জোট বাঁধতে যাচ্ছে। তিনি লেখেন,
‘তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশে মানুষের, নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে।’
ওই পোস্টে আসন ভাগাভাগিসহ আরও বিভিন্ন বিষয় উল্লেখ করেন আব্দুল কাদের। তার এই মন্তব্যের পরপরই জামায়াতের সঙ্গে এনসিপির সম্ভাব্য জোট নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়।
উল্লেখ্য, কিছুদিন আগেই এনসিপি এবি পার্টি ও রাষ্ট্রসংস্কার আন্দোলনকে সঙ্গে নিয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’-এর আত্মপ্রকাশ ঘটায়। তবে জামায়াতের সঙ্গে জোটে গেলে ওই জোটের ভবিষ্যৎ কী হবে, কিংবা শেষ মুহূর্তে এনসিপি জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে কি না—এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি এনসিপি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply