যশোর সদর উপজেলার বানিয়ারগাতি গ্রামের সবুজের বিরুদ্ধে যৌতুক না পেয়ে স্ত্রী মীম ও দুই বছরের সন্তানকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। মীম জানান, সাড়ে তিন বছরের দাম্পত্য জীবনে সবুজ তিন লাখ টাকা যৌতুক দাবি করেন এবং টাকা না পেয়ে শারীরিক নির্যাতন চালান। সর্বশেষ ৪ আগস্ট টাকা দিতে অস্বীকৃতি জানালে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন সবুজ, সহযোগিতা করেন তার মা তহমিনা বেগম। পরে সন্তানসহ মীমকে বাড়ি থেকে বের করে মণিরামপুরের প্রবাসী আল আমিনের স্ত্রী ইরানীকে বাড়িতে তোলেন সবুজ।
আল আমিন অভিযোগ করেন, তার স্ত্রী ইরানী ৫০ হাজার টাকা নিয়ে সবুজের সঙ্গে চলে গেছেন।
কোতোয়ালি থানার এসআই কবির হাসান জানান, অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। সবুজের ফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত