
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, ইউরোপীয় নেতারাই ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে নস্যাৎ করতে অগ্রহণযোগ্য প্রস্তাব দিচ্ছেন। তিনি সতর্ক করে বলেছেন— “আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ চাই না। কিন্তু যদি ইউরোপ যুদ্ধ শুরু করতে চায়, রাশিয়া এখনই প্রস্তুত।”
মঙ্গলবার (২ ডিসেম্বর) মস্কোর ক্রেমলিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকের আগে পুতিন এসব মন্তব্য করেন।
চার বছর ধরে চলমান রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসানে সম্প্রতি কূটনৈতিক তৎপরতা বাড়ছে। এর অংশ হিসেবে গত ৩০ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ মার্কিন প্রতিনিধিদলের বিপরীতে ছিলেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরোভের নেতৃত্বাধীন দল।
ফ্লোরিডার বৈঠকের ধারাবাহিকতায় মার্কিন প্রতিনিধিদল মস্কোতে পৌঁছায়। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, ইউরোপীয় নেতাদের কোনো শান্তিপূর্ণ পরিকল্পনা নেই, বরং তারা যুদ্ধকেই উৎসাহিত করছে। তাঁর দাবি, ইউরোপ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান শান্তি প্রচেষ্টাকে ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করছে।
পুতিন আরও বলেন, ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ইউরোপ এমন সব শর্ত যুক্ত করছে—যেগুলো রাশিয়া মেনে নেবে না বলে তারাও জানে। এর উদ্দেশ্য শুধু শান্তি প্রক্রিয়া ভণ্ডুল করা।
ক্রেমলিনে পুতিন, উইটকফ ও কুশনারের বৈঠকের মূল লক্ষ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই সংঘাতের অবসান ঘটানোর সম্ভাবনা অনুসন্ধান করা।
তথ্যসূত্র: রয়টার্স
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply