1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

ওডেসার পিভদেন্নি বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের প্রধান বন্দরশহর ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৭ জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা। তিনি জানান, সন্ধ্যার পর রুশ বাহিনী ওডেসার বন্দর অবকাঠামো লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং আরও ১৫ জন আহত হন।

ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ওডেসার তিনটি বন্দরের মধ্যে একটি—পিভদেন্নি বন্দর—এই হামলার লক্ষ্য ছিল।

ওডেসা ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দরনগরী। কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত এই শহরের তিনটি বন্দর দিয়েই ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ইউক্রেনের শস্য ও অন্যান্য পণ্য রপ্তানি হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে একাধিকবার ওডেসা ও এর বন্দরগুলোতে হামলা চালিয়েছে রুশ বাহিনী।

সম্প্রতি ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। এর আগে বৃহস্পতিবার ওডেসার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস করে দেয় রুশ সেনারা। ওই সেতু ধ্বংসের ফলে ইউক্রেনের প্রধান নদীবন্দর রেনির সঙ্গে মলদোভা ও রোমানিয়ার সীমান্ত ক্রসিংয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!