ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বুধবার (১৮ জুন) কঠোর ভাষায় বলেন, ইসরায়েলকে যেকোনো ধরনের সামরিক সহায়তা গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টি করবে।
রিয়াবকভ আরও বলেন, “আমরা যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে সতর্ক করছি—ইসরায়েলকে সামরিক সহায়তার বিষয়টি বিবেচনাও করবেন না।” তিনি জানান, শুধু সহায়তা নয়, এমনকি এই ধরনের চিন্তাভাবনাও যুক্তরাষ্ট্রের পরিহার করা উচিত। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, মস্কো ইরান ও ইসরায়েল—উভয় দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে এবং উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপে ইরান-ইসরায়েল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। উভয় নেতা শান্তিপূর্ণ সমাধানে গুরুত্বারোপ করেন।
এদিকে, একই সময় আলোচনায় এসেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে একাধিক বিবৃতিতে তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কোথায় অবস্থান করছেন, তা যুক্তরাষ্ট্র শনাক্ত করেছে। যদিও এখনই তাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে না বলেও জানান তিনি। তবে ট্রাম্প হুঁশিয়ার করে বলেন, “আমাদের ধৈর্য দ্রুত ফুরিয়ে যাচ্ছে।”
বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার সতর্কবার্তা, যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান এবং ট্রাম্পের মন্তব্য—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংকট আরও জটিল আকার ধারণ করতে পারে।
#israel #iran #war #usa #israel_iran_war
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত