এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা ১ হাজার ৩৬০টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পর এই আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের সংশ্লিষ্টরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন হিসাবের অর্থ স্থানান্তরের চেষ্টা করছেন, যা তদন্তের স্বার্থে জব্দ করা জরুরি। এসব হিসাবে প্রায় ২ হাজার ৬১৯ কোটি টাকা রয়েছে।
এর আগে, এস আলম ও তার পরিবারের ৩ হাজার ৫৬৩ কোটি টাকার শেয়ার এবং ৩৬৮ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশও দেন একই আদালত।