আরটিভি বাংলার গায়েন থেকে উঠে আসা তরুণ সংগীত শিল্পী সাগর তালুকদার ইতিমধ্যেই প্রায় শতাধিক মৌলিক গানে কষ্ঠ দিয়েছেন। এবার সাগরকে নতুন জুটিতে দেখা যাবে, এই সময়ের জনপ্রিয় তরুণ সংগীত শিল্পী সানজিদা রিমি ও সাগর তালুকদারকে। এর আগে রিমি'র সাথে দেখা যায়নি সাগরকে। প্রথমবারের মতো "বুকের মাঝে যে জন থাকে" শিরোনামে গানটিতে কণ্ঠ দিতে দেখা যাবে সাগর ও রিমিকে। গানটিকে নিয়ে সাগর খুবই আশাবাদী।
সাগর তালুকদার এর কথা ও সূরের এই গানটির সংগীত আয়োজন করেছেন এস ডি সাগর। সবকিছু ঠিক থাকলে অল্প কিছুদিনের মধ্যেই "Sagor Talukder" ইউটিউব চ্যানেল, ফেইসবুক পেইজ' সহ সোসাল মিডিয়ার সকল প্রকার প্লাটফর্মে গানটি রিলিজ হবে।
সানজিদা রিমি'ও আরটিভি বাংলার গায়েনের ফাইনালিষ্ট, ইতিমধ্যেই তরুণ প্রজন্মের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। সম্প্রতি "তুই আমার আলতা চুড়ি না" আমার দুই চাক্কার সাইকেল" এমন একটা রাত দাও আল্লাহ" শিরোনামে গানগুলো ব্যাপক সফলতা লাভ করেছে। এছাড়াও আরো অনেক গান দিয়ে রিমি নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছেন।
সাগর তালুকদার প্রায় শতাধিক গানে কন্ঠ দিয়েছেন। জনপ্রিয় অনেকগুলো ইউটিউব চ্যানেলে তার মিউজিক ভিডিও রিলিজ হয়। সম্প্রতি তার গাওয়া ময়মনসিংহ গীতিকা থেকে “নয়াবাড়ি” শিরোনামে গানটি ব্যাপক সাফল্য লাভ করে। ইউটিউবে ২ মিলিয়ন এবং টিকটকে দেশ-বিদেশে জনপ্রিয়তা লাভ করেছে।
তাছাড়া সাগর তালুকদারের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম “তুমি হীনা প্রাণ বাঁচে না, কি মায়া, রঙ্গিলা ঘুড়ি, সাই কোম্পানির গাড়ি, তুমি চাইলেই, বাজি, একটা চাকরি চাই, একা থাকার জ্বালা, তার সাথে জীবন যাপন, চইলা গেলা বন্ধু তুমি, সর্বনাশ, কলিজায় দাগা দিলি, তোমার বিষের ছুরি, কোনটা সাদা কোনটা কালা, খবর লওনের মানুষ নাই, কইছিলা আমার হইবা, প্রেমের কাঙ্গাল” কি দোষ পাইয়া প্রান বন্ধু" মোমের পুতুল" সহ আরো বেশকিছু জনপ্রিয় গান।
এছাড়াও সাগর তালুকদারের সকল প্রকার গান Digital Platform এ সব জায়গায় available রয়েছে। "Sagor Talukder" ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে নিয়মিত সাগর তালুকদার এর গান আপলোড করা হয়।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত