বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন একাধিক সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।
বুধবার (১১ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের ইনভেস্টিগেটিভ ইউনিট (আই-ইউনিট) সূত্রে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এনসিএর একজন মুখপাত্র আই-ইউনিটকে জানিয়েছেন, একটি চলমান দেওয়ানি তদন্তের অংশ হিসেবে সংস্থাটি সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন বেশ কয়েকটি সম্পত্তির বিরুদ্ধে ফ্রিজিং অর্ডার জারি করেছে। ফলে তিনি আর এসব সম্পত্তি বিক্রি করতে পারবেন না।
সাইফুজ্জামান চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। গত জুলাইয়ে বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান।
সম্পত্তি জব্দের বিষয়টি নিশ্চিত করে এনসিএ জানায়, চলমান তদন্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত