ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ—মাত্র চার বছরের ক্যারিয়ারে অভিনয় ও স্টাইলে জয় করেছিলেন কোটি ভক্তের হৃদয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন তিনি। প্রায় তিন দশক পরও তার জনপ্রিয়তা ও রহস্যঘেরা মৃত্যুর আলোচনা অমলিন রয়ে গেছে।
দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহর অপমৃত্যু মামলা এখন হত্যা মামলায় রূপ নিয়েছে। এরপরই নতুন করে আলোচনায় এসেছে ১৯৯৭ সালে দেওয়া ১১ নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদের জবানবন্দি, যেখানে তিনি স্বীকার করেছেন—“আমরা সালমান শাহকে হত্যা করেছি।”
রেজভীর দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে উল্লেখ করা হয়, সালমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার বিনিময়ে পরিকল্পিত হত্যা। এই চুক্তির মূল উদ্যোক্তা ছিলেন নায়কের শাশুড়ি লতিফা হক লুসি। চুক্তিতে আরও যুক্ত ছিলেন খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ।
রেজভীর বর্ণনা অনুযায়ী, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর গুলিস্তানের এক বারে রাত ৮টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রেজভী বৈঠক করেন। সেখানে ফারুক ২ লাখ টাকা দেখিয়ে জানান, “সামিরার মা এই টাকা দিয়েছেন; কাজ শেষ হলে মোট ১২ লাখ টাকা দেওয়া হবে।” কাজের আগে ৬ লাখ ও পরে ৬ লাখ—এভাবে ভাগ হয় অর্থের প্রতিশ্রুতি। এরপরই প্লাস্টিক দড়ি, সিরিঞ্জ ও রিভলবারসহ হত্যার সরঞ্জাম প্রস্তুত করা হয়।
রেজভীর বর্ণনায়, রাত আড়াইটায় সালমান শাহর বাসায় যান ডন, ডেভিড, ফারুক ও আজিজ মোহাম্মদ ভাই। ঘুমন্ত সালমানের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করা হয়। কিছুক্ষণ পর জ্ঞান ফেরার পর ধস্তাধস্তির সময় আজিজ ভাই সালমানকে ইনজেকশন দিতে বলেন। পরবর্তীতে তাকে হত্যা করে সিলিং ফ্যানে ঝুলিয়ে আত্মহত্যার দৃশ্য সাজানো হয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সালমানের স্ত্রী সামিরা, শাশুড়ি লতিফা হক লুসি এবং আত্মীয়া রুবি—জানান রেজভী।
দীর্ঘ তদন্তে একাধিকবার এ ঘটনাকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হলেও, তদন্তে প্রকৃত সত্য আড়ালেই থেকে যায়। অবশেষে ২৯ বছর পর সালমান শাহর মৃত্যুকে আনুষ্ঠানিকভাবে হত্যা মামলা হিসেবে রূপ দেওয়া হয়েছে।
এই মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক।
অন্য আসামিরা হলেন—প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আবদুস সাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ।
প্রায় তিন দশক পর আবারও নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে আলোচিত নায়ক সালমান শাহর মৃত্যু ও তার নেপথ্যের রহস্য।