1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

শাহরিয়ার সাম্য হত্যার বিচারে শাহবাগে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল।

বৃষ্টিকে উপেক্ষা করে বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে শতাধিক নেতা-কর্মী অংশ নেন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি চলছে, যা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে।

ছাত্রদল জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে মূল আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এর আগে বুধবার এক বিবৃতিতে ছাত্রদল অভিযোগ করে, মামলার তদন্তে গাফিলতি করা হচ্ছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের এখনও গ্রেপ্তার করা হয়নি। দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট