যশোরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর নাজনীন সুলতানার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে।
রোববার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত গণশুনানিতে যশোর ক্যাফে প্রেসক্লাবের পরিচালক মিজানুর রহমান অভিযোগ করেন, হোটেল কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার নামে গত বছর নাজনীন সুলতানা তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন এবং পরবর্তীতে ৫ হাজার টাকা নেন।
তিনি আরও জানান, এ বছরও একইভাবে টাকা দাবি করা হয়। কিন্তু টাকা না দেওয়ায় ও স্বাস্থ্য পরীক্ষা না করানোয় সম্প্রতি নাজনীন সুলতানা ক্যাফেতে গিয়ে হুমকি দেন। ওই সময় তিনি দাবি করেন, তার স্বামী ক্যাফের খাবার খেয়ে অসুস্থ হয়েছেন এবং এ কারণে দুই লাখ টাকা জরিমানা করার হুমকি দেন।
অভিযোগ শুনে দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী মন্তব্য করেন, “বাড়ি রান্না করতে পারে না, স্বামীকে ক্যাফেতে খাবার খেতে পাঠায়।”
পরে অভিযোগের প্রেক্ষিতে দুদক চেয়ারম্যান সিভিল সার্জন ডা. মাসুদ রানাকে স্যানিটারি ইন্সপেক্টর নাজনীন সুলতানাকে বদলিসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।