সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় সৌদির সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, দেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী, বুধবার (২৮ মে) থেকে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাস গণনা শুরু হবে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা যাওয়ায় ২৮ মে থেকে এ বছরের পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। ইসলামী শরিয়ত অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, তাই ৬ জুনই সৌদি আরবে ঈদের দিন নির্ধারিত হয়েছে।
এদিকে, বাংলাদেশে কবে ঈদুল আজহা হবে, তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। আগামীকাল (২৮ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হবে। আবহাওয়া অনুকূল থাকলে বাংলাদেশের আকাশেও একই দিন চাঁদ দেখা যেতে পারে। সে ক্ষেত্রে দেশে ঈদুল আজহা পালিত হতে পারে ৭ বা ৮ জুন।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত