সৌদি আরব বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৪ দেশের জন্য ‘ব্লক ওয়ার্ক ভিসা কোটা’ সাময়িকভাবে স্থগিত করেছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এই স্থগিতাদেশ ২০২৫ সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে।
শনিবার (৩১ মে) আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে রিয়াদ থেকে এ তথ্য নিশ্চিত করে জানায়, সিদ্ধান্তটি হজ মৌসুম পরবর্তী সময়ে ভ্রমণ ও প্রশাসনিক ব্যবস্থাপনার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
স্থগিতাদেশপ্রাপ্ত দেশগুলো হলো:
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরোক্কো।
এছাড়াও ব্লক ওয়ার্ক ভিসার পাশাপাশি ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিজিট ভিসার মতো আরও কয়েকটি ভিসা ক্যাটাগরি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
‘ব্লক ওয়ার্ক ভিসা’ বা ‘গ্রুপ ভিসা’ হলো একটি নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মী নিয়োগের পূর্ব-অনুমোদিত কোটাভিত্তিক ভিসা, যা বিভিন্ন পেশার ভিত্তিতে নিয়োগকর্তাদের কর্মী আনার অনুমতি দিয়ে থাকে।
এই সিদ্ধান্তের ফলে বিপুল সংখ্যক বিদেশি কর্মী এবং নিয়োগদাতা প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদক্ষেপ দেশটির অভ্যন্তরীণ ভ্রমণ, জনশক্তি নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক কার্যক্রম সহজ করতে সহায়ক হবে।