1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের আগমনে কড়াকড়ি নিরাপত্তা ও প্রস্তুতি

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে শুক্রবার সাভারে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধের কমপ্লেক্স অনেকটাই সাজিয়ে-গুছিয়ে রাখা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত থাকবে।

জাতীয় স্মৃতিসৌধ রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ—গণপূর্ত অধিদফতর ও পুলিশ সূত্রে জানা যায়, তারেক রহমান মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন। এজন্য বৃহস্পতিবারই স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে, লেকের পানি পরিষ্কার করা হয়েছে এবং পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার বিকালে সরেজমিন গিয়ে স্মৃতিসৌধ সাজানোর কাজ করতে দেখা গেছে কর্মীদের। পাশাপাশি সতর্ক অবস্থায় পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বাংলা ট্রিবিউনকে বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর দেশে ফিরেছেন। আমরা জানতে পেরেছি তিনি জাতীয় স্মৃতিসৌধে আসবেন। এজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। স্বাভাবিক দিনে যেভাবে স্মৃতিসৌধ পরিচ্ছন্ন রাখা হয়, ফুল দেওয়ার জন্য পরিচ্ছন্ন রাখা হয়, সেগুলো আগেভাগেই সম্পন্ন করা হয়েছে। যেসব এলাকা অতিথিরা ব্যবহার করবেন, সেগুলো পরিচ্ছন্ন রাখা হয়েছে। পুরো কমপ্লেক্স ও লেক পরিষ্কার করা হয়েছে। নির্দেশনা পেলে সাধারণ মানুষের যাতায়াতও বন্ধ রাখা হবে। সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা থাকবেন।”

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, “তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পোশাকের পাশাপাশি ট্রাফিক, ডিবি ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে।”

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!