1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

স্কলার্সহোম শিবগঞ্জে অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ্বাসের স্মরণে শোকসভা

লিয়াকত, রিপোর্টার, সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

গত রবিবার (১৩ জুলাই) স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসে প্রয়াত অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ্বাসের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

২০১৩ সালের ১ সেপ্টেম্বর শিবগঞ্জ ক্যাম্পাসে অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়া প্রাণবন্ধু বিশ্বাস স্যারের অকাল প্রয়াণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বক্তারা বলেন, সততা, নিষ্ঠা ও আদর্শের প্রতীক এই মানুষটি ছিলেন শিক্ষার্থীদের জন্য পিতাসদৃশ।

শারমিন সুলতানার সঞ্চালনায় এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন স্কলার্সহোমের বিভিন্ন শাখার অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

শিক্ষক এবং শিক্ষার্থীদের আবেগঘন বক্তব্যে উঠে আসে স্যারের সঙ্গে কাটানো স্মৃতির কথা। এছাড়া ড. অচিরা ভট্টাচার্যের শ্লোক পাঠের মাধ্যমে স্যারের আত্মার শান্তি কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট