1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর সৌজন্যে প্রয়াস, রাজশাহী ও সিলেট শাখায় স্কুল বাস হস্তান্তর

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস, রাজশাহী এবং প্রয়াস, সিলেট শাখায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে ট্রাস্ট ব্যাংক পিএলসি দুটি স্কুল বাস হস্তান্তর করেছে।

ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আনুষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের প্রতিনিধিদের হাতে বাস দুটি হস্তান্তর করেন।

রাজশাহীতে আয়োজিত অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক-এর ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR) অংশ হিসেবে ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে এই মানবিক সহায়তা প্রদান করে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট