1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্কুলছাত্র সুমেল আহমদ শুকুর হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড এবং ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ জুলাই) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কামাল হোসেন। তিনি জানান, মামলার মোট ৩৪ আসামির মধ্যে ৮ জনকে মৃত্যুদণ্ড, ৭ জনকে যাবজ্জীবন এবং বাকিদের খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ মে চাউলধনী হাওর এলাকায় জমি দখল নিয়ে বিরোধের জেরে চৈতনগর গ্রামের ইব্রাহিম আলী সিজিলের মালিকানাধীন জমিতে জোরপূর্বক মাটি কাটতে থাকেন সাইফুল ও তার সহযোগীরা। এতে বাধা দিলে সশস্ত্র হামলা চালানো হয়। হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাহজালাল হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র সুমেল আহমদ শুকুর। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার। একই ঘটনায় সুমেলের বাবা, চাচাসহ আরও তিনজন গুলিবিদ্ধ হন।

হত্যার তিন দিন পর, ৩ মে, সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বিশ্বনাথ থানায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।

তদন্তে গাফিলতি ও আলামত নষ্টের অভিযোগে বিশ্বনাথ থানার তৎকালীন ওসি শামিম মুসা, এসআই নূর এবং এসআই ফজলুল হককে ক্লোজড করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা রমা প্রসাদ চক্রবর্তী ৩২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। মামলার প্রধান আসামি সাইফুল প্রায় সাড়ে তিন বছর ধরে কারাগারে রয়েছেন। এজাহারভুক্ত আরেক আসামি মামুনুর রশীদ এখনো পলাতক।

রায়ের পর নিহত সুমেল আহমদের পরিবার সন্তোষ প্রকাশ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!