1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন: বুধবারের কর্মসূচি স্থগিত

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে বুধবার (২৮ মে) ঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার ভূমিসচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্দোলনকারীদের পক্ষ থেকে কো-চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, “বুধবার আমাদের দাবিসমূহ আনুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদ সচিবের কাছে উপস্থাপন করা হবে। আলোচনা চলছে, আমরা আশাবাদী।”

মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ভূমি, স্থানীয় সরকার, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

চাকরি নিরাপত্তা ও পদোন্নতির বিধানে পরিবর্তন আনা হওয়ায় সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। এর প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে আন্দোলনে নেমেছেন।

সরকারি কর্মকর্তাদের দাবিদাওয়া ও উদ্বেগ বিবেচনায় নিয়ে সরকার আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আলোচনার অগ্রগতি পরবর্তী সিদ্ধান্তে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট