1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে: যশোরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

প্রথম স্ত্রীর অনুমতি না নিয়েই দ্বিতীয় বিয়ের অভিযোগে যশোরের একটি আদালতে স্বামী সাইফুল মোল্যার বিরুদ্ধে মামলা করেছেন স্ত্রী শারমিন আক্তার। সোমবার (১৪ জুলাই) যশোর সদর উপজেলার খিতিবদিয়া গ্রামের আবুল হাসেমের মেয়ে শারমিন বাদী হয়ে এই মামলা করেন।

মামলাটি গ্রহণ করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা গুলশান আরা অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

মামলার অভিযোগে জানা গেছে, ফরিদপুরের মধুখালী উপজেলার লাউজানা গ্রামের আনোয়ার মোল্যার ছেলে সাইফুল মোল্যা ২০১৬ সালের ১৭ ডিসেম্বর পারিবারিকভাবে শারমিন আক্তারকে বিয়ে করেন। বিয়ের সময় শারমিনের পরিবার গহনা, আসবাবপত্রসহ সংসারের প্রয়োজনীয় মালামাল দেন।

কিন্তু এক বছরের মধ্যেই সাইফুল তিন লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন। ২০২৪ সালের ৯ নভেম্বর শারমিনকে তার বাবার বাড়ি তাড়িয়ে দেন সাইফুল। পরে পারিবারিকভাবে সালিস বসলেও সাইফুল সাফ জানিয়ে দেন, যৌতুক ছাড়া তিনি স্ত্রীকে গ্রহণ করবেন না।

এরই মধ্যে শারমিন জানতে পারেন, সাইফুল গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন। এমনকি তিনি নিজেই প্রথম স্ত্রীকে দ্বিতীয় স্ত্রীর ছবি দেখান। বাধ্য হয়ে শারমিন আক্তার আদালতের দ্বারস্থ হন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট