চট্টগ্রামের হাটহাজারী ও টাঙ্গাইলের বাসাইলে পৃথক উত্তেজনাকর পরিস্থিতির জেরে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে এই আদেশ জারি করা হয়।
হাটহাজারী পরিস্থিতি
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে হাটহাজারীতে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপনকে কেন্দ্র করে হাটহাজারী মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় মাজারপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ব্যাপক গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে মাদরাসার শিক্ষার্থীরা চট্টগ্রাম–খাগড়াছড়ি এবং চট্টগ্রাম–রাঙ্গামাটি সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত উভয় পাশে ও আশপাশের এলাকায় আজ ৬ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ৭ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। এ সময়ে এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত, অস্ত্র বহন ও পাঁচজনের বেশি লোকের একত্রিত হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বাসাইল পরিস্থিতি
অন্যদিকে, বাসাইলে শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কাদেরিয়া বাহিনী এবং ছাত্র নেতাদের ঘোষিত সরকারবিরোধী পৃথক সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। রাত ৯টার দিকে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম ১৪৪ ধারা জারি করেন।
এ আদেশ অনুযায়ী, বাসাইলে ৭ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।