ভারতের অত্যন্ত কৌশলগত এলাকা ‘চিকেন নেক’ বা শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিবেশী কয়েকটি দেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, সীমান্তসংলগ্ন এলাকায় সম্ভাব্য চীনা তৎপরতা এবং দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনার পর করিডোরটির নিরাপত্তা শক্তিশালী করা অপরিহার্য হয়ে ওঠে।
এই প্রেক্ষাপটে শনিবার (২২ নভেম্বর) শিলিগুড়ির কেন্দ্রীয় আইবি অফিসে একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়। করিডোরটির নিরাপত্তা কাঠামো পুনর্বিবেচনা এবং সামগ্রিক নিরাপত্তা কৌশল হালনাগাদ করতেই বৈঠক আহ্বান করা হয়।
বৈঠকে ভারতের চারটি সীমান্তরক্ষা বাহিনী—বিএসএফ, এসএসবি, আইটিবিপি ও আসাম রাইফেলসের কর্মকর্তারা অংশ নেন। এছাড়া সেনাবাহিনী, বিমানবাহিনী, কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থা, আর্মি ইন্টেলিজেন্স, সিআইএসএফ, আরপিএফ, জিআরপি, বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও), কেন্দ্রীয় সড়ক বিভাগ, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ এবং রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
অত্যন্ত সংবেদনশীল এই বৈঠকটি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া না হলেও বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিলিগুড়ি করিডোরে নজরদারি বৃদ্ধি, সীমান্ত এলাকায় কার্যক্রম জোরদার এবং গুরুত্বপূর্ণ রুটগুলোতে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: নিউইয়র্ক মর্নিং