1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

আত্মমর্যাদা ও নিরাপত্তায় কোনো ছাড় নয়: ভারতকে হুঁশিয়ার করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

পরিস্থিতি যাই হোক না কেন, আত্মমর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (২৬ এপ্রিল) ভারতের উদ্দেশ্যে তিনি এ বার্তা দেন।

শাহবাজ শরিফ বলেন, “পাকিস্তান শান্তির পক্ষে, তবে আমাদের শান্তির আকাঙ্ক্ষাকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়। আত্মমর্যাদা ও নিরাপত্তার বিষয়ে আমরা কোনো আপস করবো না। পরিস্থিতি যেমনই হোক, যে কোনো হস্তক্ষেপের পূর্ণ শক্তিতে মোকাবিলা করা হবে।” তিনি আরও যোগ করেন, পাকিস্তানের দৃঢ় সংকল্প সম্পর্কে কারো কোনো ভ্রান্ত ধারণা থাকা উচিত নয়।

এদিকে কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে চরম উত্তেজনা তৈরি হয়েছে। পাল্টাপাল্টি কড়া বিধিনিষেধ আরোপের পাশাপাশি চলছে কথার লড়াইও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর বক্তব্যের পর এবার পাল্টা কঠোর বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

এর আগে এক সমাবেশে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, “সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে। সিন্দুতে হয় আমাদের পানি প্রবাহিত হবে, নয়তো তাদের (ভারত) রক্ত।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট