দেশজুড়ে হিমেল হাওয়ার প্রভাবে শীত জেঁকে বসতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশে তীব্র শৈত্যপ্রবাহ আঘাত হানতে পারে। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। একই সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কাও রয়েছে।
ডিসেম্বর ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন অঞ্চলে ৩ থেকে ৮টি মৃদু (৮–১০°C) থেকে মাঝারি (৬–৮°C) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র (৪–৬°C) রূপ নিতে পারে। যদিও দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের নদ-নদী অববাহিকাসহ বিভিন্ন স্থানে শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, যা কখনও কখনও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বৃদ্ধি পেতে পারে।
এ ছাড়া ফেব্রুয়ারির শেষার্ধে দেশের কিছু এলাকায় ১ থেকে ২ দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।